আহমদ ছফার সঙ্গে খালেদা জিয়ার সেই ফোনালাপপিএস-এর কথায় ছফা ভয়ানক রকম খেপে গিয়েছিলেন। তিনি রাগলে সচরাচর যে গালটি তাঁর মুখ দিয়ে বা’র হতো সেটি বেরিয়ে গিয়েছিল। তারপর তিনি কোন রকম ভূমিকা না করে বললেন, বাংলাদেশে আহমদ ছফা দু’জন আছে নাকি?১৬ দিন আগে
আহমদ ছফার রাজনীতি পরিক্রমাযে বয়সের ছেলেরা মায়ের আঁচল ধরে হাঁটে, যেখানে-সেখানে দৌড়ঝাঁপ করে কাটায়, সে বয়সে আহমদ ছফা সাহিত্য নিয়ে, দেশ নিয়ে ও সমাজ নিয়ে ভাবতে আরম্ভ করেছিলেন। চট্টগ্রামের পিছিয়ে থাকা জনপদে জন্ম নিয়ে অতি অল্প বয়সে তিনি নিজেকে অন্য দশজন থেকে সম্পূর্ণরূপে আলাদা করেছেন।২৭ জুলাই ২০২৫