আমরা তো জানি, শক্ত কোনো কিছুর সঙ্গে ঘষাঘষি করে জিনিসকে ছোট করা যায়, ইঁদুররাও তা জানে। আর জানে বলেই কৃদন্ত বৃদ্ধির গতিকে থামিয়ে দেওয়ার জন্য সামনে যা পায়, তাই ইঁদুররা কাটাকুটি করে। এতে আমাদের বইপত্র, দলিল-দস্তাবেজ বা অন্যকিছুর সঙ্গে ইঁদুরের কৃদন্তের ঘর্ষণ হয়। আর কৃদন্ত একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হয়ে ইঁ