
নাচ, উপস্থাপনা নিয়মিত করে যাবো আজীবন: ইওরমা
ময়মনসিংহের মেয়ে ইওরমা শায়ের জাহান নাচে, উপস্থাপনায়, আবৃত্তিতে ভীষণ পারদর্শী। পাশাপাশি গানও গেয়ে থাকেন তিনি। যেহেতু এখনো তিনি পড়াশুনায় ব্যস্ত। তাই আপাতত পেশা হিসেবে বেছে নেয়া উপস্থাপনা, নাচে পুরোপুরি সময় দিতে পারছেন না তিনি।
