নাচ, উপস্থাপনা নিয়মিত করে যাবো আজীবন: ইওরমা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২০: ০৪

ময়মনসিংহের মেয়ে ইওরমা শায়ের জাহান নাচে, উপস্থাপনায়, আবৃত্তিতে ভীষণ পারদর্শী। পাশাপাশি গানও গেয়ে থাকেন তিনি। যেহেতু এখনো তিনি পড়াশুনায় ব্যস্ত। তাই আপাতত পেশা হিসেবে বেছে নেয়া উপস্থাপনা, নাচে পুরোপুরি সময় দিতে পারছেন না তিনি। তবে পড়াশুনার ফাঁকে ফাঁকে তিনি নাচে, উপস্থাপনায় বেশ সময় দিচ্ছেন। ‘বাংলাদেশ ইউনিভার্সিট অব টেক্সটাইল’ (বুটেক্স)-এ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পোশাক প্রকৌশল বিষয়ে বিএসসি করছেন।

ইওরমা বলেন, ‘উপস্থাপনা এবং আবৃত্তিই আমার সবচেয়ে বেশি ভালোলাগে। যে কারণে এই মুহুর্তে আমি উপস্থাপনাতেই বেশি ব্যস্ত। আবার একটি প্রতিষ্ঠানের ডিজিটাল প্লাটফর্মেও চাকুরী করছি আমি। আবৃত্তি করতেও ভীষণ ভালোলাগেহ আমার। তবে গানের চর্চাটা খুব কম। ইচ্ছে আছে মৌলিক গান প্রকাশের। পড়াশুনাটা আগে ঠিকঠাকভাবে শেষ করি। যেহেতু বিসিএস দেবার প্রবল ইচ্ছে রয়েছে। যদি বিসিএস-এ উত্তীর্ণ হয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে পারি তবুও নাচ, উপস্থাপনা ও আবৃত্তি আমি নিয়মিত করে যাবো আজীবন।’

বিজ্ঞাপন

মাত্র তিন বছর বয়স থেকেই ইওরমা নাচ করছেন। ময়মনসিংহের শিশু একাডেমিতে তিন বছরের নাচের কোর্স, পরবর্তীতে নজরুল একাডেমিতে আরো তিন বছরের নাচের কোর্স সম্পন্ন করেন। আবৃত্তি ও বিতর্কেও ছোটবেলা থেকেই ভীষণ ভালো করছেন। ছোটবেলাতেই বেশ কয়েক বছর ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শীষ্য জাফরের কাছে গানে তালিম নিয়েছেন। ছোটবেলায় ইওরমা নতুন কুঁড়ি’তে সাধারন নৃত্য, লোক নৃত্য, আবৃত্তি ও ছড়া গানেও প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। ‘শাপলা কুঁড়ি’তেও অংশগ্রহন করেছেন।

এরইমধ্যে ইওরমা ‘বাংলাদেশ বেতার’-এ অনুষ্ঠান উপস্থাপিকা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আগামী সেপ্টেম্বর থেকেই তিনি রেডিওতে কাজ শুরু করবেন। বিটিভির ‘নতুন ভোর’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপিকা তিনি।

‘নেক্সাস’ টিভির ‘গুনগুন’ অনুষ্ঠানের একমাত্র উপস্থাপিকা তিনি, যা প্রতি সপ্তাহে দু’বার প্রচার হয়। এছাড়াও ইওরমার একক উপস্থাপনায় এসএটিভিতে শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘গল্প কথা’ নামের একটি অনুষ্ঠান। এরইমধ্যে জিটিভির ‘আমারে দেবোনা ভুলিতে’ অনুষ্ঠানে আবৃত্তি করেছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত