
নতুন রূপে আন্তর্জাতিক ইসলামি বইমেলা
বইয়ের পাতায় পাতায় দেড় দশকের নিপীড়নের ইতিহাস
আন্তর্জাতিক ইসলামি বইমেলার এবারের আসর যেন অন্যরকম এক ইতিহাস প্রদর্শনী। আগের মতো কেবল কোরআন-হাদিসের ব্যাখ্যা, তাফসির কিংবা ধর্মীয় সাহিত্য নয়; এবারের মেলায় উঠে এসেছে দেড় দশকের রাষ্ট্রীয় নিপীড়ন, গুম-খুন ও দমন-পীড়নের দলিলভিত্তিক অসংখ্য বই।




