
আরো ৮ জেলায় চালু হলো ই–বেইলবন্ড সেবা
বিচারব্যবস্থা আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে দ্বিতীয় ধাপে একযোগে আটটি জেলায় ই–বেইলবন্ড সেবা চালু হয়েছে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর।
