
টমেটোর আগাম বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
গন্ডামারা টমেটো চাষি আবদুর রহমান বলেন, আমার নিজস্ব জমি নেই, জমি বর্গা নিয়ে ৪০ শতক জমিতে টমেটো চাষ করেছে, আল্লাহর রহমতে প্রচুর ফলন হয়েছে। টমেটো চাষি নুরুল আলম বলেন, নতুন টমেটো বর্তমানে ১০০-৮০টাকা করে বিক্রি করছি। কৃষি অফিসের সার্বিক পরামর্শে টমেটো চাষ করায় ফলন ভালো হয়েছে।

