
ডাকসুতে ছাত্রদলের বিরুদ্ধে বাগছাসের অভিযোগে যা জানা গেল
ছাত্রদলের বিরুদ্ধে ডাকসুর আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের ওপর চাপ তৈরি করে মনোয়ন সংগ্রহের মেয়াদ বৃদ্ধির অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।

ছাত্রদলের বিরুদ্ধে ডাকসুর আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের ওপর চাপ তৈরি করে মনোয়ন সংগ্রহের মেয়াদ বৃদ্ধির অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন সক্রিয় সদস্য সানি সরকার সংগঠন থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী শুক্রবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদে (বাগছাস) বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. নূরনবীর পদত্যাগ ও পরবর্তী অব্যাহতি বিজ্ঞপ্তি। পদত্যাগের কিছুক্ষণ পর বাগছাস তার বিরুদ্ধে ‘সাংগঠনিক কাজে অনুপস্থিতি ও কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার’ অভিযোগ এনে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দেয়।