
কাঁচামালের আড়ালে বেড়েছে ক্ষতিকর ঘনচিনির আমদানি
মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ‘ঘনচিনি’ বা সোডিয়াম সাইক্লোমেট আমদানির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাধারণ চিনির তুলনায় ৩০-৫০ গুণ বেশি মিষ্টি এই রাসায়নিকটি চকোলেট, আইসক্রিম, বেভারেজসহ বিভিন্ন শিশুখাদ্যে দেদার ব্যবহার করা হচ্ছে।

