
তেহরানের খেলনা জাদুঘর, শৈশবের স্মৃতিময় ভুবন
ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে পুরোনো এক বাড়ি। ভেতরে পা রাখলেই মনে হবে সময় যেন পিছিয়ে গেছে। দেয়ালে রঙিন দেয়ালচিত্র, কাচের বাক্সে সাজানো কাঠের পুতুল, মাটির পশু, টিনের গাড়ি আর আটারির মত পুরোনো ভিডিও গেম-সবকিছু মিলিয়ে এ যেন জাদুকরী সময়ভ্রমণ।



