আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লুভর জাদুঘর থেকে চুরি হলো যেসব গয়না, মূল্য কত

আতিকুর রহমান নগরী

লুভর জাদুঘর থেকে চুরি হলো যেসব গয়না, মূল্য কত

ফ্রান্সের প্যারিসে অবস্থিত পৃথিবীর ইতিহাস বিখ্যাত লুভর জাদুঘর। সম্প্রতি এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে এই জাদুঘরটিতে। দুঃসাহসিক চুরিতে খোয়া যায় আটটি অমূল্য গয়না। গয়নাগুলোর মূল্য ৮৮ মিলিয়ন ইউরো, বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকা ছিল বলে রয়টার্সকে জানিয়েছেন ফ্রান্সের পাবলিক প্রসিকিউটর লর বেকুউ।

গত রোববার (১৯ অক্টোবর) সকালে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটার পর পরই কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে জাদুঘরটি বন্ধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

চুরি যাওয়া আটটি অমূল্য রত্নের মধ্যে যা যা ছিল:

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আটটি অমূল্য গয়না চুরি গেছে। এর মধ্যে রয়েছে রানী মেরি-আমেলি ও রানী হর্টেন্সের গয়না সেটের টায়ারা, একই সেটের নীলা পাথরের নেকলেস, নীলা পাথরের একটি কানের দুল, নেপোলিয়ন প্রথমের স্ত্রী মারি-লুইজ ও নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির ব্যবহৃত কিছু গয়না। গয়নাগুলোর মধ্যে আরো রয়েছে—মারি-লুইজের পান্না নেকলেস, মারি-লুইজের পান্না দুলের জোড়া, ‘রেলিকোয়ারি’ নামের ব্রোচ, সম্রাজ্ঞী ইউজেনির টায়ারা, ইউজেনির আরেকটি বড় ব্রোচ।

কর্তৃপক্ষ জানায়, চোরেরা পালানোর সময় ইউজেনির মুকুট ফেলে যায়। এতে ছিল ১ হাজার ৩৫৪টি হীরা ও ৫৬টি পান্না।

যেভাবে ঘটানো হয় চুরি

জাদুঘরের কর্মকর্তারা জানিয়েছেন, জাদুঘর খোলার কিছুক্ষণ পরেই বেশ কয়েকজন অনুপ্রবেশকারী) আসবাবপত্র উত্তোলনের জন্য ব্যবহৃত লিফটের মাধ্যমে গ্যালারি ডি'অ্যাপোলনে (অ্যাপোলোর গ্যালারি) প্রবেশ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, চোরেরা স্কুটার ও পাওয়ার টুলস নিয়ে আসে। তারা ডিস্ক কাটার দিয়ে জানালার কাঁচ কেটে ভেতরে প্রবেশ করে।

এক প্রত্যক্ষদর্শী জানান, দুই ব্যক্তি নির্মাণকর্মীর পোশাকে লিফটে উঠে জানালা ভেঙে ভেতরে ঢোকে। পুরো কাজটি শেষ হয় ৩০ সেকেন্ডে। চোরেরা সেন নদীর পাশের দিক দিয়ে প্রবেশ করে, যেখানে সংস্কারকাজ চলছিল।

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী দাতি মনে করেন, এটি পেশাদার অপরাধীচক্রের কাজ। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু তার আগেই ডাকাতরা সটকে পড়ে। পুরো ডাকাতিটি চার মিনিটের মধ্যেই শেষ হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, সিন নদীমুখী দেয়ালে লিফটটি স্থাপন করা ছিল, যা একটি বারান্দার সাথে গিয়ে জানালায় মিলেছে। পর্যবেক্ষকরা মনে করেন, এই জানালাই ছিল চোরদের প্রবেশপথ। পরে সেটি সরিয়ে ফেলা হয়।

চোরেরা এখনও ধরা না পড়ায়, ফরেনসিক দল লুভর ও আশপাশের এলাকায় প্রমাণ সংগ্রহ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

লুভর এর পূর্ব পরিচয়

জাদুঘর হওয়ার আগে লুভর ছিল একটি প্রাসাদ এবং ফরাসি রাজতন্ত্রের আসন। এটি ১১৯০ সালের পরপরই নির্মিত একটি দুর্গ হিসেবে শুরু হয়েছিল, যা কৌশলগতভাবে সিন নদীর তীরে অবস্থিত ছিল। রাজা ফিলিপ অগাস্টাসের জন্য এটি একটি নজরদারি এবং সুরক্ষা প্রদানকারী প্রাসাদ হিসেবে তৈরি করা হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...