টিউশনির সময় জোবায়েদ রৌশান ভিলায় পৌঁছালে মাহির ও তার বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান নিচে ওঁৎ পেতে থাকে। সেখানে মাহির জোবায়েদকে বর্ষার সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করে এবং একপর্যায়ে বাকবিতণ্ডা হয়। তখন মাহির ব্যাগ থেকে সুইচ গিয়ার ছুরি বের করে জোবায়েদের গলার ডান পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।