
বিএনপির সমালোচকরাও খালেদা জিয়ার জন্য দোয়া করছেন: ফারুক
চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিভিন্ন দল বিএনপির সমালোচনা করলেও খালেদা জিয়ার জন্য দোয়া করছে। খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয় তার জন্য তারা দোয়া মাহফিল করছে। এর একটাই কারণ, বেগম জিয়া আজ দলের ঊর্ধ্বে সকল মানুষ জন্য হয়ে গেছে আপোষহীন ভূমিকার জন্য।








