কিছুদিন হলো ঝালমুড়ি বিক্রি করছেন জান্নাত। এর আগে তিনি আনারস, আম ও পেয়ারামাখা বিক্রি করতেন। সে সময় হাতে চার হাজার টাকা ছিল। সেই টাকাগুলোই বিনিয়োগ করেছেন। পরে মা আবার বাড়তি তিন হাজার টাকা পাঠিয়েছেন। চার হাজার টাকা দিয়ে প্রথমে যাত্রাবাড়ী আড়ত থেকে আম, পেয়ারা ও আনারস কিনে এনে কাজ শুরু করেছেন। ৩০ টাকা