টিসিবির ট্রাকের সামনে দীর্ঘলাইন, ভিড়-হুড়াহুড়ি

টিসিবির ট্রাকের সামনে দীর্ঘলাইন, ভিড়-হুড়াহুড়ি

ফাতেমা খাতুন আমার দেশকে বলেন, দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ৪৫০ টাকায় তেল ডাল ও চিনি কিনলাম। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় শ্বশুর-শ্বাশুরি ও ননদসহ তেরজনের সংসারে খরচ বেড়েছে। এখান থেকে পণ্য কিনলে কিছুটা সাশ্রয় হয় বলে কষ্ট হলেও ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পণ্য কিনলাম।

১০ আগস্ট ২০২৫