চ্যাম্পিয়নস লিগ‘সুপারম্যান’ রাইসের নতুন ইতিহাসডেকলান রাইস- যেন এক সুপারম্যান! আর্সেনালের সমর্থকদের কাছে তার চেয়েও যেন বেশি কিছু এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দু যেন এখন এই ইংলিশ ফুটবলার।০৯ এপ্রিল ২০২৫
ফ্রি কিক থেকে দুই গোলঘোর কাটছে না রাইসেরদুর্দান্ত কামব্যাকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে পারলেও শেষ আটের প্রথম লেগে ডেকলান রাইসের কথা ভুলতে পারবে না রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে তাদের বিপক্ষে আর্সেনালের ৩-০ গোলের জয়ের নায়ক এই ইংলিশ তারকা ফুটবলার। তিন গোলের মধ্যে দুর্দান্ত ফ্রি কিকেই দুইবার জালে বল জড়ান রাইস। সেই ঘোর এখনও কাটেনি তার।০৯ এপ্রিল ২০২৫