সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, ‘দুপুরে মা ঘরের কাজ করতেছিলেন। এ সময় একটি বয়াম পরিস্কার করার সময় সাপে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে গিয়ে সাপটিকে দেখতে পাই। কী সাপ তা না জানায় একটি বোয়ামে সাপটিকে ভর্তি করে মাকে সাথে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তাররা এখন মায়ের চিকিৎসা করছেন।’
তাদের বিজয়ের এক শতাংশ সম্ভাবনা নেই। তারা দেখছেন, আরে এভাবেই তো ভালো আছি। ইউনিয়ন পরিষদ, ইউএনও অফিস সব জায়গায় ভাগ পাইতেছি, নির্বাচনের দরকার নেই। এখন পিআরসহ বিভিন্ন দাবি তুলে এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের উন্নয়ন চায় না।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে অনলাইন জুয়া পরিচালনার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। ধনঞ্জয় রায় নামে এই চক্রের একজন সদস্য পলাতক রয়েছে।
এ বিষয়ে বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার বাদী মো. রেজওয়ানুল হক মণ্ডল বলেন, তদন্ত শেষে ৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আরো অজ্ঞাতনামা ব্যক্তি আছেন, সেটি মামলার তদন্ত কর্মকর্তা দেখবেন।