
আজানের পর কতটুকু বিলম্বে মাগরিব পড়া যায়
সূর্যাস্তের পর বিলম্ব না করে আজান দিয়ে তাৎক্ষণিক মাগরিবের নামাজ পড়ে নেওয়া মুস্তাহাব। রাসুল (সা.) এবং সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে সময় হওয়ার পর বিলম্ব না করেই তাড়াতাড়ি মাগরিবের নামাজ পড়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত।























