নারী নির্মাতাদের ঘাড়ে চেপে বলিউডের বছর পারআন্তর্জাতিক চলচ্চিত্রে এ বছর বলিউডের ‘মান’ বাঁচিয়েছে একঝাঁক নারী নির্মাতা। বলিউডের বাঘা বাঘা নির্মাতা হিসেবে যাদের নাম নেওয়া হয়, তারা কেউ নতুন সিনেমা আনতে পারেননি। আনলেও পাননি কাঙ্ক্ষিত সাফল্য।৩০ ডিসেম্বর ২০২৪