
নীলকণ্ঠ
নীলকণ্ঠ হচ্ছে Coracidae বংশের পাখি। দুনিয়ায় যত ধরনের নীলকণ্ঠ রয়েছে, সৌন্দর্য বিচারে ইউরোপীয় নীলকণ্ঠই সেরা। এরা লম্বায় ২৯ থেকে ৩১ সেন্টিমিটার হয়। মাথা অপেক্ষাকৃত ছোট। তীক্ষ্ণ ও বড় বড় চোখ। তীক্ষ্ণ ধার ঠোঁট তুলনামূলকভাবে লম্বা। বাংলাদেশে যে দুই ধরনের নীলকণ্ঠ দেখা যায়।

