প্রযুক্তির উৎকর্ষের এ সময় আমাদের অবসর যাপন ও আনন্দ-বিনোদনের প্রায় সবটাই প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। কারো সঙ্গে কথা বলা, চ্যাটিং করা, গেম খেলা অথবা গান শোনা থেকে শুরু করে দরকারি-অদরকারি কী-ই বা হাতের মোবাইল ফোনের মাধ্যমে করা যায় না! অনেকে টুকটাক লেখালেখি ছাড়া বই-পুস্তকও পড়েন মোবাইল ফোনে।