সরেজমিন কক্সবাজারের ভারুয়াখালী
প্রতিবেশী মোকতার আহমদের পরিবারের সঙ্গে মরহুম নবী হোসেনের পরিবারের বাড়ির পাশের খাস জমি ও খাল নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধে শফিকুর রহমান সিকদারের পরিবারের কোন সম্পৃক্ততা না থাকলেও সালিশী বৈঠকে আরেক বিএনপি নেতা রাশেদ উল্লাহর শ্বশুর নবী হোসেনের পরিবারের ‘পক্ষাবলম্বন’ করায় হামলার শিকার হন তারা।
মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য ২১ মে নতুন তারিখ ঠিক করেন।