প্রভাতের স্নিগ্ধতা

প্রভাতের স্নিগ্ধতা

ফিরফিরে কোমল বাতাস, সোনাঝরা শিশিরের টুপটুপ ফোঁটায় বর্ষণ, পাখিদের কলকাকলিতে বাদ্যযন্ত্রের মহড়া, সঙ্গে গগনশিরীষের পাতাদের এলোপাতাড়ি নৃত্য, অতঃপর স্বর্গরাজ্যে আঁধারের বুক চিরে ক্ষীণ আলোর সঙ্গে স্নিগ্ধ প্রভাতের রাজকীয় আগমন।

২৮ মে ২০২৫