প্রভাতের স্নিগ্ধতা

এম শামীম
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২: ৫৩
ছবি: সংগৃহীত

ফিরফিরে কোমল বাতাস, সোনাঝরা শিশিরের টুপটুপ ফোঁটায় বর্ষণ, পাখিদের কলকাকলিতে বাদ্যযন্ত্রের মহড়া, সঙ্গে গগনশিরীষের পাতাদের এলোপাতাড়ি নৃত্য, অতঃপর স্বর্গরাজ্যে আঁধারের বুক চিরে ক্ষীণ আলোর সঙ্গে স্নিগ্ধ প্রভাতের রাজকীয় আগমন। প্রাত্যহিক ঠিক এভাবেই যেন প্রভাত নামে ৭৫৩ একরের সমৃদ্ধ রাজ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যদি প্রভাতের নৈসর্গিক সৌন্দর্য কী এবং কেমন হয়ে থাকে তা পরখ করতে চান, তবে আপনাকে অবশ্যই একটি কাকডাকা ভোর অতিবাহিত করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে।

বিজ্ঞাপন

সেখানে উঁচু উঁচু গগনশিরীষগুলো রাজপ্রহরীর ভূমিকায় আপনাকে স্বাগত জানাতে হয়ে থাকবে উদগ্রীব। ফিরফিরে বাতাস যখন আপনাকে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিতে বাধ্য করবে, ঠিক তখনই গাছ থেকে ফোঁটায় ফোঁটায় শিশিরের স্বচ্ছ জল আপনাকে ফুলের পাপড়ি হয়ে বরণ করবে। মাথার ওপরে তাকাতেই আলো-আঁধারের সন্ধিক্ষণে দেখতে পাবেন কিশলয়ের চরম উন্মাদনা। টিয়া, শালিক ও প্যাঁচার অকাতরে গেয়ে যাওয়া গানের সুরের তালে তালে নাচের অনুরণনের ঘটবেভ। অনুভব করতে পারবেন স্নিগ্ধ বাতাস, নাম না জানা ফুলের সুবাস, শিশিরের জলের ছোঁয়া ও মিষ্টি রোদের নিদারুণ নিষ্পেষণ।

এই অপরূপ নৈসর্গিক দৃশ্যের মাঝে হারিয়ে গিয়ে হাফিজুর রহমান বলেন, ভোরবেলার রাজশাহী বিশ্ববিদ্যালয় একদমই আলাদা। স্নিগ্ধ বাতাসে ভেসে আসা নাম না জানা ফুলের সুগন্ধ, শিশিরভেজা ঘাসের কোমল স্পর্শ, আর পাখিদের কলরবে ভোরের প্রথম আলোয় যখন চারদিক ধীরে ধীরে জেগে ওঠে, তখন মনে হয় এ যেন স্বর্গীয় কোনো রাজ্য। প্রতিদিন ভোরের এই অনুভূতিটা যেন নতুন করে বাঁচায়, মনে করিয়ে দেয়, প্রকৃতির কাছে আমাদের ঋণ চিরদিনের।

নৈসর্গিক এমন সৌন্দর্যের সুধা পানে ভোরে সেখানে পাড়ি জমান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী সানজিদা বীণা। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নিগ্ধ সকালের পরশে ভেজা ঘাসের ওপর হাঁটতে হাঁটতে দেখা যায় এক অভূতপূর্ব সৌন্দর্য। নরম কুয়াশার চাদর মেখে জেগে ওঠে দিগন্ত। ডালে ডালে দুলে ওঠে কচি রোদের আলতো ছোঁয়ায় পাখিদের গানের মিছিল। চড়ুই, দোয়েল ও শালিক প্রতিটি কণ্ঠে যেন একেকটি কবিতা, যা গেয়ে ওঠে ভোরের এক প্রেমময় গল্প। ফুলেরা যেন ধীরে ধীরে চোখ মেলে তাকায় পৃথিবীর দিকে, গোলাপের ঠোঁটে শিশিরবিন্দু, বেলিফুলে বাতাসের কাব্য। হাঁটতে হাঁটতে পায়ে লেগে যায় ঘাসের স্নেহস্পর্শ, মনে হয় প্রকৃতির কোলে বসে থাকা এক শান্ত শিশুর মতো দিন শুরু হয়েছে। এই ভোর যেন হৃদয়েরও এক নতুন জাগরণ। তুমি কি কখনো এই সকালের গন্ধ টেনে নিতে চেয়েছ গভীরভাবে, যেখানে কবিতা আর প্রকৃতি একসঙ্গে নিঃশ্বাস ফেলে?

বিষয়:

প্রভাত
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত