ফোন করে বললেন ‘খবর আছে’
এ সময় খুলে ফেলা ব্যানার-ফেস্টুনের মধ্যে কিছু ছিল এক বিএনপি নেতার। বিষয়টি জানার পর তিনি রেগে আগুন হয়ে যান। তাৎক্ষণিক ফোন করে তিনি ফয়সালকে শাসান এবং ফেস্টুনগুলো আগের জায়গায় টাঙিয়ে দিতে বলেন। অন্যথায় খবর আছে বলে হুমকিও দেন।