একটা সময় বার্সেলোনার হয়ে খেলার সুবাদে লিওনেল মেসিকে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে রিয়াল মাদ্রিদের সমর্থকরা। এবার সেই ক্লাবেই আটবারের ব্যালন ডি’অর জয়ীর প্রশংসায় পঞ্চমুখ হলেন আর্জেন্টাইন মাস্তান খ্যাত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।