স্পোর্টস ডেস্ক
একটা সময় বার্সেলোনার হয়ে খেলার সুবাদে লিওনেল মেসিকে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে রিয়াল মাদ্রিদের সমর্থকরা। এবার সেই ক্লাবেই আটবারের ব্যালন ডি’অর জয়ীর প্রশংসায় পঞ্চমুখ হলেন আর্জেন্টাইন মাস্তান খ্যাত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
বৃহস্পতিবারই (১৪ আগস্ট) ১৮তে পা রেখেছেন মাস্তানতুয়োনো। অল্প বয়সেই নিজের জাত চিনিয়েছেন এই মিডফিল্ডার কাম ফরোয়ার্ড। অসাধারণ প্রতিভা দেখে কিছুদিন আগে তার সঙ্গে ৬ বছরের চুক্তি করে রিয়াল।
১৮ বছর পূর্ণ হওয়ার দিনে রিয়ালে যোগ দিয়েছেন মাস্তানতুয়োনো। এদিন তাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় স্পেন তথা ইউরোপের সফলতম ক্লাবটি। সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়ান্টদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
মাস্তানতুয়োনোর হাতে ৩০ নম্বর জার্সি তুলে দেন তিনি। এমন প্রতিভাবান এবং সম্ভাবনাময় একজন ফুটবলার দলে পেয়ে খুশির শেষ নেই রিয়ালের সমর্থকদের। ইতোমধ্যে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। তবে পরিচয় পর্বের দিন মেসির প্রশংসা করে মাদ্রিদের ক্লাবটির সমর্থকদের বেশ হতাশই করেছেন মাস্তানতুয়োনো।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার। আমি একজন আর্জেন্টাইন। আমার কাছে তিনিই সেরা ফুটবলার।’
মেসির পাশাপাশি রিয়ালে খেলা আর্জেন্টিনার অন্যান্য ফুটবলারদের নামও স্মরণ করেছেন মাস্তোনতুয়োনো, ‘রিয়াল মাদ্রিদে খেলেছেন এমন কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারকে আমি সব সময় অনুসরণ করি। আলফ্রেডো ডি স্টেফানোর খেলা দেখতে পারিনি। তবে ডি মারিয়া ও গঞ্জালো হিগুয়াইনের খেলা দেখেছি।’
রিয়ালে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মাস্তানতুয়োনো বলেন, ‘এখন নিজেকে প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদের একজন হতে পেরে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এভাবে উদযাপন করতে পারব সেটা আমার কল্পনাতেও ছিল না। দলের জয়ের জন্য এবং সমর্থকদের খুশি রাখতে মাঠে সব সময় নিজের সেরাটা দিয়ে যাবো।’
তরুণ ফুটবলার আরো বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবে আমি নিজের ছাপ রাখতে চাই। সমর্থকরা আমার খেলার কারণে গর্বিত হোক- আমার চাওয়া তেমন কিছুই। কোচ আমাকে যে পজিশনেই খেলাক- আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাবো।’
একটা সময় বার্সেলোনার হয়ে খেলার সুবাদে লিওনেল মেসিকে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে রিয়াল মাদ্রিদের সমর্থকরা। এবার সেই ক্লাবেই আটবারের ব্যালন ডি’অর জয়ীর প্রশংসায় পঞ্চমুখ হলেন আর্জেন্টাইন মাস্তান খ্যাত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
বৃহস্পতিবারই (১৪ আগস্ট) ১৮তে পা রেখেছেন মাস্তানতুয়োনো। অল্প বয়সেই নিজের জাত চিনিয়েছেন এই মিডফিল্ডার কাম ফরোয়ার্ড। অসাধারণ প্রতিভা দেখে কিছুদিন আগে তার সঙ্গে ৬ বছরের চুক্তি করে রিয়াল।
১৮ বছর পূর্ণ হওয়ার দিনে রিয়ালে যোগ দিয়েছেন মাস্তানতুয়োনো। এদিন তাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় স্পেন তথা ইউরোপের সফলতম ক্লাবটি। সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়ান্টদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
মাস্তানতুয়োনোর হাতে ৩০ নম্বর জার্সি তুলে দেন তিনি। এমন প্রতিভাবান এবং সম্ভাবনাময় একজন ফুটবলার দলে পেয়ে খুশির শেষ নেই রিয়ালের সমর্থকদের। ইতোমধ্যে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। তবে পরিচয় পর্বের দিন মেসির প্রশংসা করে মাদ্রিদের ক্লাবটির সমর্থকদের বেশ হতাশই করেছেন মাস্তানতুয়োনো।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার। আমি একজন আর্জেন্টাইন। আমার কাছে তিনিই সেরা ফুটবলার।’
মেসির পাশাপাশি রিয়ালে খেলা আর্জেন্টিনার অন্যান্য ফুটবলারদের নামও স্মরণ করেছেন মাস্তোনতুয়োনো, ‘রিয়াল মাদ্রিদে খেলেছেন এমন কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারকে আমি সব সময় অনুসরণ করি। আলফ্রেডো ডি স্টেফানোর খেলা দেখতে পারিনি। তবে ডি মারিয়া ও গঞ্জালো হিগুয়াইনের খেলা দেখেছি।’
রিয়ালে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মাস্তানতুয়োনো বলেন, ‘এখন নিজেকে প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদের একজন হতে পেরে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এভাবে উদযাপন করতে পারব সেটা আমার কল্পনাতেও ছিল না। দলের জয়ের জন্য এবং সমর্থকদের খুশি রাখতে মাঠে সব সময় নিজের সেরাটা দিয়ে যাবো।’
তরুণ ফুটবলার আরো বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবে আমি নিজের ছাপ রাখতে চাই। সমর্থকরা আমার খেলার কারণে গর্বিত হোক- আমার চাওয়া তেমন কিছুই। কোচ আমাকে যে পজিশনেই খেলাক- আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাবো।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে