
‘বাবিসাস অ্যাওয়ার্ড’ পেলেন সামিয়া
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ মোবারকনামা'র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন লাক্স তারকা ও ঢাকায় সিনেমার অভিনেত্রী সামিয়া অথৈ। এসময় অনুষ্ঠানে শাবনুরকে ডেডিকেট করে নেচেছেন এই তারকা।
