বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ মোবারকনামা'র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন লাক্স তারকা ও ঢাকায় সিনেমার অভিনেত্রী সামিয়া অথৈ। এসময় অনুষ্ঠানে শাবনুরকে ডেডিকেট করে নেচেছেন এই তারকা।
গেল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। সেখানে শাবনুরকে উদ্দেশ্য করে পারফর্ম করেন এই অভিনেত্রী।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অভিনেত্রী সামিয়া অথৈ জানান, ‘এই পুরস্কার একজন অভিনয় শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, একজন অভিনয় শিল্পী শুধু অভিনয় করে না, সামাজিক কিছু দায়বদ্ধতাও তার থাকে। আর সেই দায়বদ্ধতা হচ্ছে নাটক ও সিনেমার মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখা। সিনিয়র অভিনেত্রী শাবনুরকে ভালোবেসে মঞ্চে নেচেছেন বলেও জানান তিনি।
এবার বাবিসাস ’২৩-’২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরো পুরস্কার পান নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।
সংগীতে বিশেষ অবদান স্বরূপ সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।
উল্লেখ্য, সামিয়া অথৈ ২০১৮ সালে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছেন। অভিনয় নিয়ে তার অনেক দূর যাওয়ার স্বপ্ন। তবে কাজের পাশাপাশি স্নাতকোত্তরটাও করে ফেলার ইচ্ছে রয়েছে। রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন সামিয়া।
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ মোবারকনামা'র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন লাক্স তারকা ও ঢাকায় সিনেমার অভিনেত্রী সামিয়া অথৈ। এসময় অনুষ্ঠানে শাবনুরকে ডেডিকেট করে নেচেছেন এই তারকা।
গেল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। সেখানে শাবনুরকে উদ্দেশ্য করে পারফর্ম করেন এই অভিনেত্রী।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অভিনেত্রী সামিয়া অথৈ জানান, ‘এই পুরস্কার একজন অভিনয় শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, একজন অভিনয় শিল্পী শুধু অভিনয় করে না, সামাজিক কিছু দায়বদ্ধতাও তার থাকে। আর সেই দায়বদ্ধতা হচ্ছে নাটক ও সিনেমার মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখা। সিনিয়র অভিনেত্রী শাবনুরকে ভালোবেসে মঞ্চে নেচেছেন বলেও জানান তিনি।
এবার বাবিসাস ’২৩-’২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরো পুরস্কার পান নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।
সংগীতে বিশেষ অবদান স্বরূপ সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।
উল্লেখ্য, সামিয়া অথৈ ২০১৮ সালে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছেন। অভিনয় নিয়ে তার অনেক দূর যাওয়ার স্বপ্ন। তবে কাজের পাশাপাশি স্নাতকোত্তরটাও করে ফেলার ইচ্ছে রয়েছে। রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন সামিয়া।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৩ ঘণ্টা আগে