
বাংলাদেশের জাতীয়তাবাদের রূপান্তর ও বাস্তবতা
জাতীয়তাবাদের প্রতীক প্রাচীন রোমেও খুঁজে পাওয়া যায়। ভারজিলের লেখা আনিয়েড (Aeneid) মহাকাব্যে দেখা যায়, ট্রোজান বীর এইনিয়াস দীর্ঘ সংগ্রাম ও যাত্রার পর রোমের ভিত্তি স্থাপন করেন। এখানে বোঝানো হয়েছে, রাষ্ট্র শুধু ভূগোলের ওপর দাঁড়ায় না; বরং ত্যাগ, কল্পনা ও ভাগাভাগি করা মিথের ভিত্তিতেও গড়ে ওঠে। বাংলাদেশের

