শেখ হাসিনা ও রেহানা ভারতে পালানোর পর জনরোষের শিকার হয় বাগানবাড়ি। সেখানে হামলা চালিয়ে অধিকাংশ স্থাপনা ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। সুযোগ সন্ধানী কিছু মানুষ লুট করেছেন অনেক মূল্যবান সম্পদ। পুরো এলাকাটি পড়ে আছে বিরান। সেই থেকে সেখানে আস্তানা গেড়েছে মাদক কারবারিরা। নিয়মিত আড্ডা বসে নেশাখোরদের।