
স্নেহ আর মমতার এক দৃঢ় বন্ধনে বাবা
বাবা হলো একটি সন্তানের বটবৃক্ষ। বাবাকে দেখেই সন্তান তার সবকিছু গুছিয়ে নেয়ার চেষ্টা করে। কারণ বাবাকে অনুসরণ করে সামনের দিনগুলোতে চলার প্রয়াস। বাবা, সন্তানের মাথার ওপর যার স্নেহচ্ছায়া বটবৃক্ষের মতো, সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় তাকে।

