বিশ্ব বাবা দিবস আজ
দেশে বর্তমানে দেড় কোটির বেশি প্রবীণ
দেশে ৩২টি বৃদ্ধাশ্রম, সরকারি বৃদ্ধাশ্রম ৬টি
বিশ্বের ১১১ দেশে পালিত হয় বাবা দিবস
২ মাসে এক ডজনেরও বেশি মামলা সন্তানদের অত্যাচারের
মাহমুদা ডলি
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনঘেঁষা গ্রামের অশীতিপর বৃদ্ধ অনাথ সরদার (৮২)। কারওয়ানবাজারের একজন মুটে শ্রমিক। নিজে বুকের পাশে আড়াই কেজি ওজনের টিউমার নিত্য বহন করে চলেছেন। কিন্তু টিউমার অপারেশন করলে অনেক টাকা খরচ হয়ে যাবে। নিজের চিকিৎসার জন্য এতো টাকা খরচ করার পরিবর্তে ছেলের জন্য একবিঘা জমি কিনে গর্বিত বাবা হতে চান। ২২ বছর বয়সি একমাত্র ছেলের ভবিষ্যতের জন্য নিজের সব সুখ-শখ, আহ্লাদ বিসর্জন দিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে কারওয়ানবাজারের মসলার আড়তে আমার দেশর এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় অনাথ সরদারের সঙ্গে। তিনি জানালেন, চোরা স্রোতে বয়ে চলা তার ভবিষ্যতের কথা। একমাত্র পুত্র সন্তানকে নিয়ে তার গর্ব। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে প্রতিদিনের কর্মক্লান্তি ও দুঃখকে নিত্যসঙ্গী করেছেন তিনি।
বাবা দিবসের প্রবক্তা সোনার স্মার্ট ডোডের বাবার মতো বাংলাদেশের ঘরে ঘরে বাবারা রয়েছেন যারা সন্তানকে এমন প্রতিদানহীন ভালোবাসা দিতে পারেন।
কারওয়ানবাজারে বছরের পর বছর ধরে কাজ করছেন। প্রতিবারে মুটে খাটলে ৩০ টাকা পান, কেউ কেউ খুশি হয়ে ৫০ টাকাও দেন। হিন্দু ধর্মাবলম্বী অনাথ সরদারের বুকের পাশে বগলের নিচে আড়াই কেজি ওজনের টিউমার। সে টিউমার অপারেশন করাতে চান না। আমার দেশকে বললেন, ‘ম্যালা ট্যাকা খরচা হইবো, এতো পয়সা খরচা না কইরে পুতের জন্য এক টুকরো জমি কিনে দিলে ওর খোরাকি হয়ে যাবে।’
বাবা হিসেবে অনাথের মতো সব শখ এমনকি নিজের জীবনের মৌলিক চাহিদাগুলো বিসর্জনের উপলব্ধির জন্যই আজকে বাবা দিবস পালিত হচ্ছে।
আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী উদ্যাপন করা হয় দিবসটি। বাবা দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশসহ প্রায় সব দেশেই উদ্যাপন করা হয়। প্রতি বছর বিশ্বের ১১১ দেশে পালিত হয় বাবা দিবস। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই দিবসটি পালন করা শুরু হয়েছে। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ সেপ্টেম্বরের প্রথম রোববার বাবা দিবস পালন করে থাকে। প্রতিটি পরিবারই নিজেদের মতো করে পালন করবে দিনটি। সম্মান জানায় বাবাদেরকে।
বাবা দিবসের শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চার্চের মাধ্যমে দিনটির প্রচলন। অন্যরা বলেন, ওয়াশিংটনের ভ্যাংকুভারে প্রথম বাবা দিবস পালন করা হয়। তবে সাধারণদের মত, বাবা দিবসের প্রবক্তা সোনার স্মার্ট ডোড।
দেশে সরকারি ৬টি ও বেসরকারি ২৬টি বৃদ্ধাশ্রম
বাংলাদেশের বর্তমানে বৃদ্ধাশ্রমের সংখ্যা প্রায় ৩২টি। এর মধ্যে ৬টি রয়েছে সরকারি। বাকিগুলো বেসরকারি উদ্যোগে বেশিরভাগ বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বর্তমান সময়ে ৬টি বিভাগে ছয়টি শান্তি নিবাস সরকারি বৃদ্ধাশ্রম রয়েছে। এই ছয়টি বৃদ্ধাশ্রম-এর সব খরচ সমাজকল্যাণ মন্ত্রণালয় বহন করেন। এই ছয়টি বৃদ্ধাশ্রম হলো: রাজশাহী, ফরিদপুর, বাগেরহাট, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের বিনা খরচে সব ধরনের প্রকার সেবা দেওয়া হয়। প্রত্যেকটি বৃদ্ধাশ্রমে নারী-পুরুষ উভয় রয়েছেন।
বাবার প্রতি শ্রদ্ধা যেমন রয়েছে তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবীণ বাবাদের অবস্থা করুণ হচ্ছে। তাদের মধ্যে কারো কারো জায়গা হচ্ছে আবার বৃদ্ধাশ্রমে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের এক জরিপের তথ্য মতে, দেশে বর্তমানে দেড় কোটির বেশি প্রবীণ আছেন। প্রবীণ হিতৈষী সংঘের আশ্রমে বর্তমানে ১৫ জনের বেশি পুরুষ প্রবীণ রয়েছেন। বিশ্ব বাবা দিবস এবং আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করবে সংস্থাটি। বৃদ্ধাশ্রমে থাকা তিনজন বাবাকে তারা সম্মাননা প্রদান করবেন বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শামসুল হক।
গত দুই মাসে এক ডজনেরও বেশি মামলা হয়েছে বাবার ওপর সন্তানদের অত্যাচারের ঘটনায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘটনায় নারায়ণগঞ্জ, চাঁদপুরে বাবার ওপর মেয়ের নির্যাতন, নারায়ণগঞ্জে জমির জন্য বাবাকে দু্ই ছেলের নির্যাতন ও মারধর।
বাবাকে নিয়ে ইসলাম কী বলে
ইতিহাস থেকে জানা যায়, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি বাবার ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন। এ জন্যই ‘জীবন বিনিময়’কবিতায় গোলাম মোস্তফা তুলে ধরেছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসার চিত্র। যেখানে সন্তানের রোগমুক্তির আশায় নিজের জীবন উৎসর্গ করেন একজন বাবা।
বাবা পরিবারের চালিকাশক্তি ও সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। বাবা সন্তানের জন্য শ্রেষ্ঠ বন্ধু ও উত্তম পথপ্রদর্শক। এ জন্যই পবিত্র কোরআনে ১৫ জায়গায় বাবা-মার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ‘তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত কর না এবং বাবা-মার সঙ্গে সদ্ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন; তবে তাদের ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না ও তাদের সঙ্গে বলো শিষ্টাচারপূর্ণ কথা। (সুরা বনি ইসরাইল : আয়াত ২৩)
রাসুল (সা.) বাবার মর্যাদা সম্পর্কে বলেছেন, ‘বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন; আবার বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন।’সে কারণেই ইসলাম বাবা-মার সঙ্গে অন্যায় আচরণ করাকে বড় গুনাহের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনঘেঁষা গ্রামের অশীতিপর বৃদ্ধ অনাথ সরদার (৮২)। কারওয়ানবাজারের একজন মুটে শ্রমিক। নিজে বুকের পাশে আড়াই কেজি ওজনের টিউমার নিত্য বহন করে চলেছেন। কিন্তু টিউমার অপারেশন করলে অনেক টাকা খরচ হয়ে যাবে। নিজের চিকিৎসার জন্য এতো টাকা খরচ করার পরিবর্তে ছেলের জন্য একবিঘা জমি কিনে গর্বিত বাবা হতে চান। ২২ বছর বয়সি একমাত্র ছেলের ভবিষ্যতের জন্য নিজের সব সুখ-শখ, আহ্লাদ বিসর্জন দিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে কারওয়ানবাজারের মসলার আড়তে আমার দেশর এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় অনাথ সরদারের সঙ্গে। তিনি জানালেন, চোরা স্রোতে বয়ে চলা তার ভবিষ্যতের কথা। একমাত্র পুত্র সন্তানকে নিয়ে তার গর্ব। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে প্রতিদিনের কর্মক্লান্তি ও দুঃখকে নিত্যসঙ্গী করেছেন তিনি।
বাবা দিবসের প্রবক্তা সোনার স্মার্ট ডোডের বাবার মতো বাংলাদেশের ঘরে ঘরে বাবারা রয়েছেন যারা সন্তানকে এমন প্রতিদানহীন ভালোবাসা দিতে পারেন।
কারওয়ানবাজারে বছরের পর বছর ধরে কাজ করছেন। প্রতিবারে মুটে খাটলে ৩০ টাকা পান, কেউ কেউ খুশি হয়ে ৫০ টাকাও দেন। হিন্দু ধর্মাবলম্বী অনাথ সরদারের বুকের পাশে বগলের নিচে আড়াই কেজি ওজনের টিউমার। সে টিউমার অপারেশন করাতে চান না। আমার দেশকে বললেন, ‘ম্যালা ট্যাকা খরচা হইবো, এতো পয়সা খরচা না কইরে পুতের জন্য এক টুকরো জমি কিনে দিলে ওর খোরাকি হয়ে যাবে।’
বাবা হিসেবে অনাথের মতো সব শখ এমনকি নিজের জীবনের মৌলিক চাহিদাগুলো বিসর্জনের উপলব্ধির জন্যই আজকে বাবা দিবস পালিত হচ্ছে।
আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী উদ্যাপন করা হয় দিবসটি। বাবা দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশসহ প্রায় সব দেশেই উদ্যাপন করা হয়। প্রতি বছর বিশ্বের ১১১ দেশে পালিত হয় বাবা দিবস। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই দিবসটি পালন করা শুরু হয়েছে। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ সেপ্টেম্বরের প্রথম রোববার বাবা দিবস পালন করে থাকে। প্রতিটি পরিবারই নিজেদের মতো করে পালন করবে দিনটি। সম্মান জানায় বাবাদেরকে।
বাবা দিবসের শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চার্চের মাধ্যমে দিনটির প্রচলন। অন্যরা বলেন, ওয়াশিংটনের ভ্যাংকুভারে প্রথম বাবা দিবস পালন করা হয়। তবে সাধারণদের মত, বাবা দিবসের প্রবক্তা সোনার স্মার্ট ডোড।
দেশে সরকারি ৬টি ও বেসরকারি ২৬টি বৃদ্ধাশ্রম
বাংলাদেশের বর্তমানে বৃদ্ধাশ্রমের সংখ্যা প্রায় ৩২টি। এর মধ্যে ৬টি রয়েছে সরকারি। বাকিগুলো বেসরকারি উদ্যোগে বেশিরভাগ বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বর্তমান সময়ে ৬টি বিভাগে ছয়টি শান্তি নিবাস সরকারি বৃদ্ধাশ্রম রয়েছে। এই ছয়টি বৃদ্ধাশ্রম-এর সব খরচ সমাজকল্যাণ মন্ত্রণালয় বহন করেন। এই ছয়টি বৃদ্ধাশ্রম হলো: রাজশাহী, ফরিদপুর, বাগেরহাট, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের বিনা খরচে সব ধরনের প্রকার সেবা দেওয়া হয়। প্রত্যেকটি বৃদ্ধাশ্রমে নারী-পুরুষ উভয় রয়েছেন।
বাবার প্রতি শ্রদ্ধা যেমন রয়েছে তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবীণ বাবাদের অবস্থা করুণ হচ্ছে। তাদের মধ্যে কারো কারো জায়গা হচ্ছে আবার বৃদ্ধাশ্রমে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের এক জরিপের তথ্য মতে, দেশে বর্তমানে দেড় কোটির বেশি প্রবীণ আছেন। প্রবীণ হিতৈষী সংঘের আশ্রমে বর্তমানে ১৫ জনের বেশি পুরুষ প্রবীণ রয়েছেন। বিশ্ব বাবা দিবস এবং আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করবে সংস্থাটি। বৃদ্ধাশ্রমে থাকা তিনজন বাবাকে তারা সম্মাননা প্রদান করবেন বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শামসুল হক।
গত দুই মাসে এক ডজনেরও বেশি মামলা হয়েছে বাবার ওপর সন্তানদের অত্যাচারের ঘটনায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘটনায় নারায়ণগঞ্জ, চাঁদপুরে বাবার ওপর মেয়ের নির্যাতন, নারায়ণগঞ্জে জমির জন্য বাবাকে দু্ই ছেলের নির্যাতন ও মারধর।
বাবাকে নিয়ে ইসলাম কী বলে
ইতিহাস থেকে জানা যায়, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি বাবার ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন। এ জন্যই ‘জীবন বিনিময়’কবিতায় গোলাম মোস্তফা তুলে ধরেছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসার চিত্র। যেখানে সন্তানের রোগমুক্তির আশায় নিজের জীবন উৎসর্গ করেন একজন বাবা।
বাবা পরিবারের চালিকাশক্তি ও সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। বাবা সন্তানের জন্য শ্রেষ্ঠ বন্ধু ও উত্তম পথপ্রদর্শক। এ জন্যই পবিত্র কোরআনে ১৫ জায়গায় বাবা-মার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ‘তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত কর না এবং বাবা-মার সঙ্গে সদ্ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন; তবে তাদের ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না ও তাদের সঙ্গে বলো শিষ্টাচারপূর্ণ কথা। (সুরা বনি ইসরাইল : আয়াত ২৩)
রাসুল (সা.) বাবার মর্যাদা সম্পর্কে বলেছেন, ‘বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন; আবার বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন।’সে কারণেই ইসলাম বাবা-মার সঙ্গে অন্যায় আচরণ করাকে বড় গুনাহের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।
ভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আপনাদের যে কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আইনসম্মত, নিউট্রালি, প্রফেশনালি করবেন।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সতর্ক করার পরও অনেক গণমাধ্যম পোর্টালে এখনো জুয়া ও অনিরাপদ কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেমসজিদ ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়ন বিষয়ে কর্মশালা করেছে বাংলাদেশ মসজিদ মিশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাটাবন সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা সভাপতিত্ব করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
১০ ঘণ্টা আগে