‘বেজবাবা’ সুমনের ফিরে দেখাবাংলাদেশের ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী সাইদুস সালেহীন খালেদ সুমন। সংগীতাঙ্গনে যিনি ‘বেজবাবা সুমন’ নামে পরিচিত। অর্থহীন ব্যান্ডের এই প্রধান ভোকাল এবং বেজিস্টকে নিয়ে বরাবরই একটু বাড়তি আগ্রহ ভক্ত শ্রোতাদের।২ দিন আগে
বেজবাবা সুমনের ‘ভৌতিস্ট’ থেকে সিনেমাঅতিপ্রাকৃত ঘটনার প্রতি অনেক আগে থেকেই ঝোঁক ছিল অর্থহীন ব্যান্ডে বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। প্রায় ১৪ বছর আগে দুই বন্ধু মিলে দেশের বিভিন্ন জায়গার পুরোনো বাড়ি, শ্মশানঘাট, বটগাছ তলায় ঘুরে বেড়িয়েছেন প্রচলিত ভৌতিক গল্পগুলোর সত্যতা খুঁজে বের করতে।১৬ আগস্ট ২০২৫