বিনোদন রিপোর্টার
অতিপ্রাকৃত ঘটনার প্রতি অনেক আগে থেকেই ঝোঁক ছিল অর্থহীন ব্যান্ডে বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। প্রায় ১৪ বছর আগে দুই বন্ধু মিলে দেশের বিভিন্ন জায়গার পুরোনো বাড়ি, শ্মশানঘাট, বটগাছ তলায় ঘুরে বেড়িয়েছেন প্রচলিত ভৌতিক গল্পগুলোর সত্যতা খুঁজে বের করতে। এসব করতে গিয়ে ভৌতিক নানা গল্প জমা হয় তাদের মনের মধ্যে। সে সময় ‘ভৌতিস্ট’ নামের একটি রিয়েলিটি শো নির্মাণ করছিলেন সুমন, তার সঙ্গী ছিল শাকিব ও তাদের আরেক বন্ধু জিবরান। সে সময় তারা ভেবে রেখেছিলেন ভৌতিক গল্প নিয়ে কেবল রিয়েলিটি শো করলে চলবে না, বড় আকারে কিছু করতে হবে। এক যুগেরও বেশি সময় পর তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ভৌতিক গল্পনির্ভর ‘আন্ধার’ নামের একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা।
সিনেমা নিয়ে জানতে চাইলে শাকিব চৌধুরী বলেন, ‘আমরা ভৌতিক গল্প বেশ পছন্দ করি। বাংলাদেশে ভৌতিক গল্পের সিনেমা তেমন অর্থে তৈরি হয়নি। তবে গল্পটা বাংলাদেশের।’ ‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন শাকিব, সুমন ও আদনান আদিব খান। সিনেমার গল্প ভাবনা ২০১১ সালের ওই রিয়েলিটি শো ‘ভৌতিস্ট’ থেকে এসেছে বলে জানিয়েছেন শাকিব।
তিনি বলেন, ‘ভৌতিস্ট অনুষ্ঠানটি করার সময় সুমন ভাই, আমি ও আরেক বন্ধু জিবরান গল্পটা ভেবে রেখেছিলাম। সে সময় আমরা বিভিন্ন ভৌতিক বিষয় যাচাই করতে ঘুরে বেড়াতাম, ইনভেস্টিগেশন করতাম। তখন থেকেই ইচ্ছে ছিল গল্পটা সিনেমার জন্য করব। তবে কাজটা থেমে যায় বেজবাবা সুমনের অসুস্থতার কারণে। তিনি সুস্থ হওয়ার পর আমি আর আদনান মিলে গল্পটা তৈরি করে সুমন ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম। তিনি বেশকিছু আইডিয়া দিয়ে গল্পটা আরো সুন্দর করে দিলেন।’ তিন গল্পকার শাকিব, সুমন ও আদিব সিনেমাটি বানানোর দায়িত্ব দিয়েছেন পরিচালক রায়হান রাফিকে।
তারা পরিচালক রায়হান রাফির সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন শাকিব। কারণ তারা মনে করছেন সিনেমাটি বানাতে তাদের এমন একজন পরিচালক প্রয়োজন যিনি গল্পের ‘গুরুত্ব’ বুঝতে পারবেন। শাকিব বলেন, ‘আর রাফির কাজ তেমনই, সেই সাহস থেকেই রাফিকে গল্পটা দেওয়া। রাফি ভাই বলেছেন, এটা তার জীবনের সব থেকে কঠিন একটা নির্মাণ হবে। যেহেতু এ ধরনের কাজ তৈরিতে আমাদের দেশে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। এছাড়া রাফি যতগুলো সিনেমা করেছেন সব নিজের গল্পের। আর এবারই প্রথম তিনি অন্যের গল্পে কাজ করছেন। তাই সবাই মিলেই একটা বড় প্রজেক্টের কাজ আমরা হাতে নিচ্ছি বলতে পারি।’
‘আন্ধার’ সিনেমার চিত্রনাট্য নিয়ে শাকিবের ভাষ্য, গল্পে প্রেম গুরুত্ব পাবে জানিয়ে বলেন, ‘আমরা পশ্চিমা দেশের মতো হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে প্রেম থাকবে, হিরোস্টিক ভাব থাকবে, প্রচুর ভয় থাকবে। অর্থাৎ হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার সবই আছে এই গল্পে। গল্পটা আমাদের, মেকিংটা আন্তর্জাতিক মানের।’
সিনেমাটি তৈরি হবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘২২১ বি’ ব্যানারে। যার কর্ণধার গায়ক শাকিব, সঙ্গে আছেন আদনান ও সারাহ আলী। সিনেমার অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা নিয়ে শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।
অতিপ্রাকৃত ঘটনার প্রতি অনেক আগে থেকেই ঝোঁক ছিল অর্থহীন ব্যান্ডে বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। প্রায় ১৪ বছর আগে দুই বন্ধু মিলে দেশের বিভিন্ন জায়গার পুরোনো বাড়ি, শ্মশানঘাট, বটগাছ তলায় ঘুরে বেড়িয়েছেন প্রচলিত ভৌতিক গল্পগুলোর সত্যতা খুঁজে বের করতে। এসব করতে গিয়ে ভৌতিক নানা গল্প জমা হয় তাদের মনের মধ্যে। সে সময় ‘ভৌতিস্ট’ নামের একটি রিয়েলিটি শো নির্মাণ করছিলেন সুমন, তার সঙ্গী ছিল শাকিব ও তাদের আরেক বন্ধু জিবরান। সে সময় তারা ভেবে রেখেছিলেন ভৌতিক গল্প নিয়ে কেবল রিয়েলিটি শো করলে চলবে না, বড় আকারে কিছু করতে হবে। এক যুগেরও বেশি সময় পর তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ভৌতিক গল্পনির্ভর ‘আন্ধার’ নামের একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা।
সিনেমা নিয়ে জানতে চাইলে শাকিব চৌধুরী বলেন, ‘আমরা ভৌতিক গল্প বেশ পছন্দ করি। বাংলাদেশে ভৌতিক গল্পের সিনেমা তেমন অর্থে তৈরি হয়নি। তবে গল্পটা বাংলাদেশের।’ ‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন শাকিব, সুমন ও আদনান আদিব খান। সিনেমার গল্প ভাবনা ২০১১ সালের ওই রিয়েলিটি শো ‘ভৌতিস্ট’ থেকে এসেছে বলে জানিয়েছেন শাকিব।
তিনি বলেন, ‘ভৌতিস্ট অনুষ্ঠানটি করার সময় সুমন ভাই, আমি ও আরেক বন্ধু জিবরান গল্পটা ভেবে রেখেছিলাম। সে সময় আমরা বিভিন্ন ভৌতিক বিষয় যাচাই করতে ঘুরে বেড়াতাম, ইনভেস্টিগেশন করতাম। তখন থেকেই ইচ্ছে ছিল গল্পটা সিনেমার জন্য করব। তবে কাজটা থেমে যায় বেজবাবা সুমনের অসুস্থতার কারণে। তিনি সুস্থ হওয়ার পর আমি আর আদনান মিলে গল্পটা তৈরি করে সুমন ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম। তিনি বেশকিছু আইডিয়া দিয়ে গল্পটা আরো সুন্দর করে দিলেন।’ তিন গল্পকার শাকিব, সুমন ও আদিব সিনেমাটি বানানোর দায়িত্ব দিয়েছেন পরিচালক রায়হান রাফিকে।
তারা পরিচালক রায়হান রাফির সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন শাকিব। কারণ তারা মনে করছেন সিনেমাটি বানাতে তাদের এমন একজন পরিচালক প্রয়োজন যিনি গল্পের ‘গুরুত্ব’ বুঝতে পারবেন। শাকিব বলেন, ‘আর রাফির কাজ তেমনই, সেই সাহস থেকেই রাফিকে গল্পটা দেওয়া। রাফি ভাই বলেছেন, এটা তার জীবনের সব থেকে কঠিন একটা নির্মাণ হবে। যেহেতু এ ধরনের কাজ তৈরিতে আমাদের দেশে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। এছাড়া রাফি যতগুলো সিনেমা করেছেন সব নিজের গল্পের। আর এবারই প্রথম তিনি অন্যের গল্পে কাজ করছেন। তাই সবাই মিলেই একটা বড় প্রজেক্টের কাজ আমরা হাতে নিচ্ছি বলতে পারি।’
‘আন্ধার’ সিনেমার চিত্রনাট্য নিয়ে শাকিবের ভাষ্য, গল্পে প্রেম গুরুত্ব পাবে জানিয়ে বলেন, ‘আমরা পশ্চিমা দেশের মতো হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে প্রেম থাকবে, হিরোস্টিক ভাব থাকবে, প্রচুর ভয় থাকবে। অর্থাৎ হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার সবই আছে এই গল্পে। গল্পটা আমাদের, মেকিংটা আন্তর্জাতিক মানের।’
সিনেমাটি তৈরি হবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘২২১ বি’ ব্যানারে। যার কর্ণধার গায়ক শাকিব, সঙ্গে আছেন আদনান ও সারাহ আলী। সিনেমার অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা নিয়ে শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২২ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে