অভ্যুত্থানের সঠিক বয়ান না থাকলে নিজেরা ঝগড়া করবে, বোতল ছুঁড়বে

গোলটেবিল বৈঠকে ফরহাদ মজহার

অভ্যুত্থানের সঠিক বয়ান না থাকলে নিজেরা ঝগড়া করবে, বোতল ছুঁড়বে

কোনো ব্যক্তি একা জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘটায়নি। এটি দীর্ঘ লড়াইয়ের ফসল। গণঅভ্যুত্থান করা হয়েছে জনগণের ক্ষমতা কায়েম করতে, গণঅভ্যুত্থান একটি সামাজিক ও রুহানি শক্তি। তাই রক্তের ঐক্য এখন যেকোনোভাবে টিকিয়ে রাখতে হবে। এই আন্দোলন কে ঘটিয়েছে, কে মাস্টারমাইন্ড এসব খুব তুচ্ছ তর্ক।

১৭ মে ২০২৫