
‘আধিপত্যবাদ ও চাঁদাবাজদের নিপীড়ন জনগণ আর সহ্য করবে না’
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গত বুধবার রাজধানীর মিটফোর্ডে যে লোমহর্ষক ও বিভৎস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জাহেলী যুগের বর্বরতাকে হার মানিয়েছে। একজন জীবন্ত মানুষকে প্রকাশ্য দিবালোকে তিলে তিলে প্রস্তারাঘাতে হত্যা করা হচ্ছে, আর লোকজন দাঁড়িয়ে তা দেখছে।

