
২৩ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ ১০ হাজার কোটি টাকা
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংকখাতে বড় ধরনের লুটপাটের ঘটনা ঘটে। সরকার পতনের পর এ খাতের নানা ক্ষত বেরিয়ে আসে। চলতি বছরের মার্চ মাস শেষে মূলধন ঘাটতিতে পড়েছে দেশের ২৩টি ব্যাংক। এসব ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার কোটি টাকার বেশি।


