আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এস আলমের ৮ হাজর ১শ ৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
এস আলমের ৮ হাজর ১শ ৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

দেশের ইতিহাসে ব্যাংক কেলেঙ্কারি অন্যতম হোতা মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আট হাজার ১শ ৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদক উপপরিচালক তাহাসিন মুনাবীল হক শেয়ার অবরুদ্ধ চেয়ে এই আবেদন করেন। পরে শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানিলন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানে একটি টাস্কফোর্স টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে জানা যায় এস আলম গ্রুপ ও তার সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নেয়। এসব অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ করেন। অনুসন্ধানে বিভিন্ন সূত্র হতে জানা যায়, এস আলাম এবং তার পরিবারের সদস্যরা অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ন্যায় বিচারের স্বার্থে উক্ত শেয়ারসমূহ এবং শেয়ারসমূহ থেকে উদ্ভূত সকল মুনাফা ও আয় ইত্যাদি জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত। গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার পাঁচশো টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেন বিচারক। গত ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪ টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। যার বাজার মূল্য ৫ হাজার ১০৯ কোটি টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন