
সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ২৯ জন সেনা সদস্যকে অনারারি কমিশন প্রদান করেছে। এর মধ্যে ১৪ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।




