গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।
রাষ্ট্রপতি রাজোয়েলিনার ফেসবুক পেজে সন্ধ্যা ৭টায় (১৬০০ জিএমটি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা ছিল। কিন্তু তার আগেই রাজধানীতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। সিটি হলের সামনে হাজারো মানুষ পতাকা উড়িয়ে ও স্লোগান দিয়ে জড়ো হয়, কিছু স্থানে সামরিক যানবাহন দেখা যায় বলে এএফপি প্রতিবেদকরা জানান।
মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি অংশ। দেশটিতে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে। ভারত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রে গত ২৫ সেপ্টেম্বর থেকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।