মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্টের শপথ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৪: ৪৯
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৪: ৫৬
ছবি: আল জাজিরা

মাদাগাস্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কর্নেল মাইকেল রান্ড্রিয়ানিরিনা। সরকার বিরোধী বিক্ষোভে পর দেশটির রাষ্ট্র ক্ষমতা দখলে করে সামরিক বাহিনী। এরপর দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। খবর আল জাজিরার।

আফ্রিকান দ্বীপরাষ্ট্রটির সাংবিধানিক আদালত শুক্রবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে কর্নেল মাইকেল রান্ড্রিয়ানিরিনার নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ। এছাড়া, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ফরাসি রাষ্ট্রদূতসহ বিভিন্ন বিদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দুই সপ্তাহ আগে মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন।

এর মধ্যে গত শনিবার সেনা সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। গত সোমবার তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ ছেড়ে চলে যান। পরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত