এআই দিয়ে তৈরি হলো মিউজিক ভিডিও‘নিঝুম রাত’ শিরোনামের নতুন একটি গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী সুজান আফজাল। পুরো গানের ভিডিওটি তিনি তৈরি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায়। গানটি লেখার পাশাপাশি সুরও করেছেন সুজান।১৮ অক্টোবর ২০২৫
পরিচালক সৈকত নাসিরের নয়া কৌশলজাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। সিনেমা দিয়েই তিনি চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। এরপর নির্মাণ করেন ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’, ‘ক্যাসিনো’সহ ‘ব্যাড বয়েজ’, ‘দ্য ট্রাপ’ এবং নেটওয়ার্ক’র মতো সফল ওয়েবসিরিজ।১১ আগস্ট ২০২৫