এআই দিয়ে তৈরি হলো মিউজিক ভিডিও

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০: ৩৫

‘নিঝুম রাত’ শিরোনামের নতুন একটি গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী সুজান আফজাল। পুরো গানের ভিডিওটি তিনি তৈরি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায়। গানটি লেখার পাশাপাশি সুরও করেছেন সুজান। সংগীত পরিচালনা করেছেন নমন। গানটি শোনা যাচ্ছে নমন স্টেশন অফিশিয়াল ইউটিউব চ্যানেল বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।

‘নিঝুম রাত’ নিয়ে বিজ্ঞপ্তিতে সুজান আফজাল বলেন, ‘সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিওটি তৈরি হয়েছে। সব চিত্রায়ণ একদমই রিয়েল ক্যারেক্টর ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টর ইমেজভিত্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআইভিত্তিক মিউজিক ভিডিওর আরেকটি অধ্যায়ের সূচনা হলো। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।’

বিজ্ঞাপন

গানের ভিডিওর গ্রাফিকস, কালার গ্রেডিং, এডিটিংসহ সব কাজই করেছেন সুজান আফজাল। গিটার বাজিয়েছেন শামসুজ্জামান জামান। মিউজিক কম্পোজিশন, মিক্সিং ও মাস্টারিং করেছেন নমন। সংগীত পরিচালক নমন বলেন, ‘নিঝুম রাত গানটি মেলোডি ঘরানার। আশা করি, সব শ্রোতার কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।’

২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত