
প্রকাশ্যে মিম-তন্ময়ের ‘শিক্ষিত বউ’
মিম চৌধুরী, এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। তাকে এখন এ সময়ের আরেক দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে। এরই মধ্যে মিম ও তন্ময় ‘গরিবের সংসার’ নাটকে অভিনয় করেছেন।


