
তন্ময়-মিমের নতুন তিন নাটক
এরইমধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন নাটকের প্রিয় মুখ তন্ময় সোহেল ও মিম চৌধুরী । তাদের অভিনীত আরো তিনটি নাটক প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। নাটকগুলো হচ্ছে ‘সম্পর্কের মায়া’, ‘বাপজানের খাবার ঘর’ ও ‘তোতলা জামাই বয়রা বউ’।

এরইমধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন নাটকের প্রিয় মুখ তন্ময় সোহেল ও মিম চৌধুরী । তাদের অভিনীত আরো তিনটি নাটক প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। নাটকগুলো হচ্ছে ‘সম্পর্কের মায়া’, ‘বাপজানের খাবার ঘর’ ও ‘তোতলা জামাই বয়রা বউ’।

মিম চৌধুরী, এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। তাকে এখন এ সময়ের আরেক দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে। এরই মধ্যে মিম ও তন্ময় ‘গরিবের সংসার’ নাটকে অভিনয় করেছেন।

একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে দর্শকের কাছে গ্রহণ যোগ্যতা পেয়েছেন অভিনেতা তন্ময় সোহেল ও মিম চৌধুরী। এরই মধ্যে মিম ও তন্ময় ‘গরীবের সংসার’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি ইউটিউবে প্রকাশের পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

জনপ্রিয়, গুণী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী প্রথম অভিনয় করেন ‘ভদ্রলোক’ নাটকে।