বিনোদন রিপোর্টার
মিম চৌধুরী, এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। তাকে এখন এ সময়ের আরেক দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে। এরই মধ্যে মিম ও তন্ময় ‘গরিবের সংসার’ নাটকে অভিনয় করেছেন।
জুটিবদ্ধ হয়ে তারা এরই মধ্যে ‘প্রেম পুকুর’ (পরিচালক মোহাম্মদ আলী মুন্না), ‘জামাই শ্বশুর প্রবাসী’ (পরিচালক মামুনুর রশীদ) ও ‘শিক্ষিত বউ’ (পরিচালক ফজলুল হক) নাটকের কাজ শেষ করেছেন। এ তিনটি নাটকের মধ্যে একদিন আগেই ইউটিউবে প্রকাশ পেলো ‘শিক্ষিত বউ’ নাটকটি।
মিম চৌধুরী বলেন, ‘তন্ময় সোহেলের সঙ্গে ফজলুল সেলিম পরিচালিত প্রথম নাটক গরিবের সংসার-এর জন্য বেশ সাড়া পেয়েছিলাম আমরা। সে কারণেই আরো তিনটি নাটকে কাজ করা হয়েছে। অভিনেতা হিসেবে তন্ময় খুব ভালো। কাজটা এবং অভিনয় কীভাবে ভালো করা যায়Ñসেদিকে ভীষণ মনোযোগ দেয়। কোনো দৃশ্য সুন্দর করার জন্য যতটা ডেডিকেটেড হওয়া প্রয়োজন, ঠিক ততটাই ডেডিকেটেড হন তিনি। সবচেয়ে বড় কথা, তিনি অভিনয়ে প্রতিটি দৃশ্যেই ভালো করার চেষ্টা করেন। শিক্ষিত বউ নাটকটি আশা করছি ভালো লাগবে সবার।’
তন্ময় সোহেল বলেন, ‘মিমের সঙ্গে প্রথম কাজ করেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। যে কারণে আমাদের একের পর এক কাজ বেড়ে যাচ্ছে। মিম আমার চেয়েও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছেন। যে কারণে অভিনয়ে তিনি অনেকটাই সিদ্ধহস্ত বলা চলে। খুব ভালো অভিনয় করেন মিমি। এরই মধ্যে আমাদের মাঝে কাজের বোঝাপড়াটাও চমৎকার হয়েছে। আশা করছি আমাদের নতুন নাটকগুলো দর্শকের ভালো লাগবে।’
মিম চৌধুরী, এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। তাকে এখন এ সময়ের আরেক দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে। এরই মধ্যে মিম ও তন্ময় ‘গরিবের সংসার’ নাটকে অভিনয় করেছেন।
জুটিবদ্ধ হয়ে তারা এরই মধ্যে ‘প্রেম পুকুর’ (পরিচালক মোহাম্মদ আলী মুন্না), ‘জামাই শ্বশুর প্রবাসী’ (পরিচালক মামুনুর রশীদ) ও ‘শিক্ষিত বউ’ (পরিচালক ফজলুল হক) নাটকের কাজ শেষ করেছেন। এ তিনটি নাটকের মধ্যে একদিন আগেই ইউটিউবে প্রকাশ পেলো ‘শিক্ষিত বউ’ নাটকটি।
মিম চৌধুরী বলেন, ‘তন্ময় সোহেলের সঙ্গে ফজলুল সেলিম পরিচালিত প্রথম নাটক গরিবের সংসার-এর জন্য বেশ সাড়া পেয়েছিলাম আমরা। সে কারণেই আরো তিনটি নাটকে কাজ করা হয়েছে। অভিনেতা হিসেবে তন্ময় খুব ভালো। কাজটা এবং অভিনয় কীভাবে ভালো করা যায়Ñসেদিকে ভীষণ মনোযোগ দেয়। কোনো দৃশ্য সুন্দর করার জন্য যতটা ডেডিকেটেড হওয়া প্রয়োজন, ঠিক ততটাই ডেডিকেটেড হন তিনি। সবচেয়ে বড় কথা, তিনি অভিনয়ে প্রতিটি দৃশ্যেই ভালো করার চেষ্টা করেন। শিক্ষিত বউ নাটকটি আশা করছি ভালো লাগবে সবার।’
তন্ময় সোহেল বলেন, ‘মিমের সঙ্গে প্রথম কাজ করেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। যে কারণে আমাদের একের পর এক কাজ বেড়ে যাচ্ছে। মিম আমার চেয়েও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছেন। যে কারণে অভিনয়ে তিনি অনেকটাই সিদ্ধহস্ত বলা চলে। খুব ভালো অভিনয় করেন মিমি। এরই মধ্যে আমাদের মাঝে কাজের বোঝাপড়াটাও চমৎকার হয়েছে। আশা করছি আমাদের নতুন নাটকগুলো দর্শকের ভালো লাগবে।’
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৬ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২৩ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে