
‘আবীরের বাড়ি ফেরায়’-তে তন্ময় সোহেল
রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে গুনী নাট্যনির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আবীরের বাড়ি ফেরা’। নাটকটি রচনা করেছেন সেজান নূর। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল।


