
সৌন্দর্য প্রতিযোগিতা নিখুঁত বেছে নেওয়ার তুলাদণ্ড বললে খুব একটা ভুল হয় না, এই মিস ইউনিভার্স মঞ্চকে। সব কিছুই মেপে নেওয়া হয় নিক্তিতে। ব্যাকরণসম্মতভাবে যা সুন্দর, তাই হয় প্রশংসিত। সেই বিচারের মঞ্চে যাতে কোনও রকম ভাবেই পিছিয়ে যেতে না হয়, তার জন্য প্রতিযোগীরা থাকেন দুরূহ রুটিনের মধ্যে।