সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার রেশ কাটতে না কাটতেই, মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতার সহ-স্বত্বাধিকারী অ্যান জাকাপং জাকরাজুতাতিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের একটি আদালত।
আজ বুধবার বার্তাসংস্থা এএফপির বরাতে জানা যায়, প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে আদালতের একটি সূত্র।
উপস্থাপকের ক্ষোভ ও যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির মধ্য দিয়ে গত সপ্তাহে এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা সমাপ্ত হয়।
মিস মেক্সিকোকে বিজয়ী ঘোষণা করার পরই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন গ্লোবাল গ্রুপ মিস ইউনিভার্স প্রতিযোগিতার স্বত্বাধিকারী অ্যান জাকাপং জাকরাজুতাতিপ। ফলাফল ঘোষণার পর থেকেই নানা মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে ও প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন, বিচার প্রক্রিয়া পক্ষপাতমূলক ছিল এবং এর দায়ভার জাকাপং জাকরাজুতাতিপের ওপরই বর্তায়।
এ প্রেক্ষিতে দক্ষিণ ব্যাংকক দেওয়ানি আদালত মঙ্গলবার অ্যান জাকাপং জাকরাজুতাতিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এক প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন যে, ২০২৩ সালে জিকেএন-এ বিনিয়োগ করাতে রাজি করানোর সময় তিনি প্রতারণা ও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন।
ওই চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতেই আদালত এই পরোয়ানা জারি করে। তবে বিষয়টি নিয়ে জাকাপং ও জিকেএন কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালে জেকেএন-এ বিনিয়োগের জন্য একজন প্লাস্টিক সার্জন জাকাপংকে প্রতারণা ও তথ্য গোপন করার জন্য অভিযুক্ত করার পর মঙ্গলবার দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট জাকাপংয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করে।
বুধবার এএফপিকে শেয়ার করা এক আদালতের বিবৃতিতে বলা হয়েছে, বিবাদী জানতেন যে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা তার নেই, তবুও তিনি বাদীকে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।’ আদালতের এই মন্তব্য অভিযোগের গুরুত্বকে আরো স্পষ্ট করে তোলে ও মামলার অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করেছে।
৩০ মিলিয়ন বাট অর্থাৎ প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার জালিয়াতির এই মামলার রায় দেওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে অ্যান জাকাপং জাকরাজুতাতিপ আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, তার এই আচরণকে পলায়নের চেষ্টা হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে।
২৬ ডিসেম্বর আদালত রায় পুনর্নির্ধারণ করেছে। তবে কিছু স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আর্থিক সংকটের গুজবের মধ্যে জাকাপং মেক্সিকো চলে গেছেন।
উল্লেখযোগ্য যে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকানা একসময় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাকাপং-এর জেকেএন গ্লোবাল গ্রুপ ২০২২ সালে এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয়। পরে মেক্সিকান ফার্ম লিগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ-এর কাছে ১৬ মিলিয়ন ডলারে অর্ধেক শেয়ার বিক্রি করে দেয়।
কোম্পানিটি আর্থিক বিবৃতি জমা দিতে ব্যর্থ হলে এবং সেগুলো জাল প্রমাণিত হলে ২০২৪ সালে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ জেকেএন-এর শেয়ার তালিকা থেকে বাদ দেয়।

