নাম ও পদবী প্রকাশ না করার শর্তে এনসিটিবির শীর্ষ পর্যায়ের এক কর্তা ব্যক্তি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিনামূল্যের পাঠ্যবই ছাপা নিয়ে এসব প্রতিষ্ঠানের মালিকরা সাতপাঁচ করে ১৫ বছর ধরে অনেক রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছেন। ফলে তদন্তে অনেক কিছুই বেরিয়ে আসবে।
অধিকাংশ পাঠ্যবই ছাড়াই নতুন শিক্ষাবর্ষ শুরু
মুদ্রণশিল্পের সঙ্গে জড়িত কিছু অসাধু ব্যক্তির ষড়যন্ত্রে এনসিটিবির পরিকল্পনা পণ্ড হয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন এনসিটিবির কর্মকর্তারা। মাঠ পর্যায়ে তথ্য নিয়েও পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্রের তথ্য পাওয়া গেছে।